আপডেট ২১ ঘন্টা আগে ঢাকা, ১৯শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং, ৭ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস-সানি, ১৪৪০ হিজরী
আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি ঃ টেকনাক-কক্সবাজার মেরিনড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে স্কুল শিক্ষক।জানা যায়, গত ২০ সেপ্টেম্বর কক্সবাজার সদর হাসপাতালে শারিরীক অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম রেফারেন্স করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি মেডিকেলে ইন্টেনশিভ কেয়ার ইউনিট খালি না পাওয়াতে নগরীর মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের চতুর্থ তালায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমান আহত স্কুল শিক্ষক শাহিন সরওয়ার সিকদার(৩৭) কনসালটেন্ট প্রফেসর ডাক্তার কামাল উদ্দিন অধীনে ৭ নং সীটে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বললে জানান, রোগীর অবস্থা বেশ ভালোনা সিটিস্ক্যান করা হয়েছে তাতে মাথায় রক্তক্ষরণ হয়েছ দেখা যায়, বুকের ডানপাশের পাঁজরের হাড় একটা ভেঙে গেছে যার ফলে ফুসফুসে আঘাত, মাথার পিছনে আঘাতসহ মুখে-হাতে চামড়া কষে গেছে এবং হাতের আঙুল একটি ভেঙে যায় বলে জানান চিকিৎসক। আইসিইউতে দৈনিক চিকিৎসা খরচ কত হয় জানতে চাইলে হাসপাতাল কাউন্টার থেকে বলা হয় প্রথম দিন আনুমানিক ৫০ হাজার টাকার মত তারপর থেকে দৈনিক ২৫-৩০ হাজার টাকা হাসপাতাল বিল আসতে পারে জানান একজন ডিউটি ডাক্তার। এদিকে একজন স্কুল শিক্ষক পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়তে পারে বলে জানান আহতের পরিবার।