Thursday, 08 Aug 2019 11:08 ঘণ্টা

কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সবুজকুঁড়ির জাগরণী সংগীত

কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সবুজকুঁড়ির জাগরণী সংগীত

কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সবুজকুঁড়ির জাগরণী সংগীত

সিলেট অফিস:

ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা, সিলেটের ঐতিহ্যবাহী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন ‘সবুজকুঁড়ি’ ভারতের মোদী সরকার কর্তৃক সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জ্ম্মু কাশ্মীরের শায়ত্বশাসন কেড়ে কাস্মীরী জনগণের নায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে রিলিজ করেছে জাগরণী সংগীত ‘কাশ্মীর।’ সবুজকুঁড়ির প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের কথায় ও সবুজকুঁড়ি পরিচালক সুলতান আহমদের সুর ও মূলকন্ঠে সংগীতে আরো কন্ঠ দিয়েছেন সাইফুল ইসলাম, তাহমিদ জাহান নাফিস ও মামুনূর রশিদ। গতকাল ৭ আগষ্ট সকাল ৭ টায় সবুজকুঁড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবুজকুঁড়ি চ্যানেলে রিলিজ হওয়ার পর থেকেই অল্প সময়ের মধ্যেই এটি ভাইরাল হয়। কাশ্মীরী মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ও সমর্থনপুষ্ট বাংলা ভাষাবাসীরা নেটদুনিয়ায় ব্যাপক শেয়ার করেছেন এটা। আপনিও সংগীতটি শেয়ার করে কাশ্মীরে ভারতের অন্যায় আগ্রাসনের তীব্র প্রতিবাদ বিশ্বময় ছড়িয়ে দিন।

কাম্মীর
(সংগীত)
-রফীকুল ইসলাম মুবীন

রক্ত সাগর পাড়ি দিয়ে
লক্ষ মানুষ প্রাণ বিলিয়ে
পাবে কি রে স্বাদ আযাদীর
কাস্মীর, কাস্মীর
আমার প্রাণের কাস্মীর।।

জন্ম থেকেই আসছি শুনে কাস্মীরিদের দুখ
ভারতীয় রক্ষী বাহি কাড়ছে তাদের সুখ
আসবে কবে তাদের ভোর
স্বাধীনতার খুলবে দোর
ওঠ জেগে ওঠ সৈনিক মাহদীর।।

মুসলিম হওয়াই বুঝি তাদের অপরাধ
ধেয়ে আসে নির্যাতনের অমানিশা রাত
শেষ কবে এই দখলদারীর
ঝরবে না আর তাজা রোধীর
কাঁপুক না হাত পাষণ্ড মোদীর।।

কাস্মীরিরা আজকে জানি বড়ই অসহায়
আল্লাহ ছাড়া কে বাঁচাবে ওদের দুনিয়ায়
দেখব কত রক্ত নদী
সইব কত আত্মহুতি
প্রাণপাখিটা হয় যেন চৌচির।।

উইঘুর, কাস্মীর আর প্রিয় ফিলিস্তিন
উপনিবেশ গ্রাস করেছে দু:খ সীমাহীন
ঘুম কাতুরে মুসলমান
তরবারীতে নেই যে শান
পরছি মোরা গোলামীর জিনজির।।

বিশ্ব জুড়ে গর্জে ওঠ সকল ঈমানদার
দাও আজি ফের এক হয়ে সব জিহাদি হুংকার
সকল জালিম ধ্বংস কর
বীর খালিদের লিবাস পর
আর থেকো না অন্ধ বধির।।

শাহাদাতের স্বপ্ন নিয়ে জীবন কর দান
প্রিয় ভূমি আগ্রাসীদের বানাও গোরস্তান
ঝেড়ে ফেল সব ভীরুতা
বন্ধ হোক এ-নির্মমতা
ঝলসে উঠুক উলঙ্গ শমশির।।

ভিডিও লিংক-
https://youtu.be/CTAlzY9_ry4

পাঠক

Flag Counter